গলসীর গ্রামঃঐতিহ্য ও স স্কৃতি
বাকতা(জে এল নং১১২)
মধ্যযুগীয় প্রাচীন গ্রন্থে স্থানটির আদি নাম 'বকতক'।এখানকার বনিক সম্প্রদায়(তিলি ও তাম্বুলি)মধ্যযুগে বহিবা'ণিজ্যে যেতেন।তখনকার বনিকদের অট্টালিকা ও একাধিক মন্দিরের ধ্বংসস্তুপ আজো বত'মান, যেগুলি আনুমানিক চতু'দ্দশ_পঞ্চদশ শতাব্দীতে নিমি'ত।
♣♣♣
সারুল(জে এল ১৩৬)
"সরু আল"থেকে গ্রামের নাম হয়েছে সারুল।গ্রামের প্রাইমারী স্কুলের দক্ষিণ দিকে অবস্থিত বড় শিব মন্দিরটি টেরাকোটার জন্য বিখ্যাত।প্রায় তিনশো বছর আগে ভূস্বামী শ্রী রামদুল্ল'ভ মুখোপাধ্যায় এই মন্দিরটি তৈরী করেছিলেন।
♣♣♣♣♣♣
গোপডাল(জে এল ৬৯)
গ্রামের বেশির ভাগ অধিবাসী গোপ স ম্প্রদায়ের বলে গ্রামের নাম হ য়েছে গোপডাল।প্রধান অনুষ্ঠান ভগবতীর গাজন,এছাড়াওগ্রামে মনসা পুজা হয়,কাত্তি'ক মাসে ক্ষেপাকালীর পুজা হ য়।গ্রামের ধম'ঠাকুরের নাম বন্য রাজ রায়।
♣♣♣♣♣♣♣
বড়োমুড়ে/ছোটমুড়ে(জে এল ১৩৮)
বহু আগে এখানকার বাঘা রাজাদের রাজবাড়ি ছিল খানোতে।সেই খানো রাজবাড়ি যাবার ছিল দুটো পথ,যেটি বেশি গুরুত্বপূন' সেটি বড়োমোড়>বড়োমুড়ে,অন্যটি ছোটমোড়>ছোটমুড়ে।
♣♣♣♣♣♣♣♣
পুরশা
গ্রামটি জি টি রোডের দক্ষিণ ধারে অবস্থিত,রয়েছে গ্রামীন হাস্পাতাল।বহু আগে নাকি গ্রামটি আগুনে পুড়ে বারবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল,সেই থেকে নাম হয়েছে পুড়শা,আগে গ্রামটির নাম ছিল অভয়রাজ পুর।
♣♣♣♣♣♣♣♣♣♣
ভুড়ি(জে এল ১২৯)
ভুশূরের পুত্র ক্ষিতিশূর রাড়ি ব্রাম্ভনকে৫৬টি গ্রাম দান করলে সেই গ্রামগুলির মধ্যে ভুড়ি নামটি পাওয়া যায়।গ্রামে র য়েছে গ্রামিন হাসপাতাল।
♣♣♣♣♣♣♣♣♣♣
সাঁকো(জে এল ১৫৪)
মকুন্দ রামের চণ্ডীমজ্ঞল কাব্যে এই গ্রামের নাম আছে।ভারতে প্রথম ম হাভারতের ইংরাজী অনুবাদ যিনি প্রকাশ ক রেছিলেন সেই প্রতাপ রায় এই গ্রামের বাসীন্দা ছিলেন।এই গ্রামে আছে সূয' মূতি' "ঊষাদিত্য"।এই গ্রামে মাটির নীচে থাকে পাওয়া বিষ্ণু বাসুদেবের পাথরের মূতি'টি নবম দশম শতকের পাল যুগের ভাষ্কায্যে'র ঐতিহ্যবাহী।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
জুজুটি(জে এল ১৫৮)
দামোদর নদের বাঁধের একেবারে গায়েই অবস্থিত এই গ্রামটি অতি প্রাচীন।গ্রামে রয়েছে রাজ্য সেচ বিভাগের অফিস ও বাংলো।শিব রাত্রিতে গ্রামে ধূম করে পূজা হয়।পোষসংক্রান্তির সময় গ্রামে দণ্ডেশ্বরী র পুজা হ য়।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
কুরকুবা(জে এল ৯৭)
গ্রামের প্রধান অনুষ্ঠান কমলা নাম্নী মনসা দেবীর পুজা।এক তালা দালান মন্দিরে দেবির প্রস্তর মূতি' বিদ্যমান।প্রতি বছর শ্রাবন স ংক্রান্তিতে পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে।বহু আগে এই গ্রামে ছিল বৌদ্ধদের বাস,তার কিছু নিদশ'ন আজো আছে।এই গ্রামের মাজেদ মোল্লা আখমারা কল ও দুনি তৈরী ক রে খ্যাতি পেয়েছিলে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣
কৈতাড়া(জে এল ৭৪)
মল্লসারুল লিপিতে এই গ্রামের নাম জানাযায়। "কবিন্থবাটক"গ্রামটি আগে বিখ্যাত ছিল পিতল কেন্দ্রিক ব্যবসার জন্য।এখানকার তৈলভাণ্ড ছিল খুব বিখ্যাত।আছে কম'কার পরিবারের উচু শিখর দেউল,শিব মন্দির।এছাড়া লাহা পরিবারের রাধাকৃষন ও শ্রীধরের বিগ্রহ উল্লেখ যোগ্য।ভট্টাচায' পরিবার প্রতিষ্টিত শিবলিজ্ঞের নাম কৈবালেশের।
♣♣♣♣♣♣♣♣♣
সতীডাজ্ঞা
বহু আগে এখানে ছিল আদড়াহাটি,কৈতাড়া,মহাড়া,বেলান গ্রামের একটি মহাস্মশান।এই ডাজ্ঞার শ্মশানে এক কালে সতীদাহ হতো,তাই নাম হ য়েছে সতীডাজ্ঞা।সতীর স্মৃতি মন্দির এখনো এখানে আছে,এই স্থানেই সাধক সবে'শ্বর সাধনা করতেন।এখানে আছে গ্রামীন হাস পাতাল
♣♣♣♣♣♣♣♣♣♣
আদড়াহাটি(জে এল ৭৮)
মল্লসারুল লিপিতে গ্রামের নাম আছে "অধিঝকরক" ডঃ সুকুমার সেন এই গ্রামের নামকরন নিয়ে দুটি মত দিয়েছেন।এক গ্রামে ছিল এমন এক হাট যেহাটে দর দাম হতো না,অ_দর হাটি।দুই গ্রামটি ছিল হাটিদের বসতি সেই থেকে আদড়া হাটি।অন্য মতে আদরেশ্বর শিবের নাম থেকে গ্রামের নাম হ য়েছে আদড়াহাটি।মুখাজি' পররিবারেরশিব লিজ্ঞ আছে।আছে একটি প্রায় চারশো বছরের প্রাচীন মসজিদ।
♣♣♣♣♣♣♣♣
ইড়কোনা(জে এল ১০৩)
প্রাচীন এই গ্রামটি ছিল বৈষ্ণবীয় ভাব ধারায় পুষ্ট।প্রতি বছর মাঘ মাসে রাধাকৃষ্ণের মেলা বসে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
গোহগ্রাম(জে এল ৭৩)
মল্লসারুল লিপিতে গ্রামটির নাম গোধগ্রাম।চক্রবতী' পরিবারের দালান,রাধা দামোদরের মন্দিরের টেরাকোটা কাজ খুবই সুন্দর।
♣♣♣♣♣♣♣♣♣
উড়ো(জে এল ১৩৭)
মুগল যুগে এই স্থানটি পথিকদের বিশ্রাম স্থল রুপে ব্যবহৃত হতো বলে উড়ো চটি।আছে রায়দের জয়দুগা'র প্রস্তর মূতি',শিব মন্দির।
♣♣♣♣♣♣♣
খানো(জে এল ১৩৯)
গ্রামের ঈশান কোণে ঈশান চণ্ডীর থান,
♣♣♣♣♣♣♣♣
খেতূড়া(জে এল ১০১)
গ্রামের বাউড়ি পাড়ায় ধম'ঠাকুর ক্ষেত্রপালের থান,এর নাম থেকেই গ্রামের নাম খেতুড়া।প্রচলিত সাধক কবি কমালাকান্ত এই গ্রামে দূগা'পুজা দশ'নে এসে ছিলেন।
♣♣♣♣♣♣♣♣
চান্না
এই গ্রামে দুই বিখ্যাত ব্যক্তিত্বের বাস ছিল।সাধক কবি ক মললাকান্ত এই গ্রামে মামার বাড়িতেই থাকতেন।বিশালাক্ষি ম ন্দিরে পঞ্চমুণ্ডির আসনে সাধনা ক রতেন।আর অগ্নি যুগের ব্রম্ভা,স্বাধীন্তা সংগ্রামী,ঋষী অরবিন্দের শহযোগী যতীন্দনাথের জন্ম এই গ্রামে,যিনি পরে সন্যাস নিয়ে স্বামীনিরালম্ব নাম নেন।
♣♣♣♣♣
শিড়রাই
গ্রামটি খুবই প্রাচিন।প্রধান গ্রাম্য দেবতা শিব,সেই নাম থেকেই শিব্দে,শিড় রাই।বধ'মান জেলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ফকির চন্দ্র রায় এই গ্রামে জন্মেছিলেন।
♣♣♣♣♣♣♣
বেতালবন
বিখ্যাত"শনিবারের চিঠি"পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম এই গ্রামে।
♣♣♣♣
বাহির ঘন্যা
বাইরের দিকের প্রদেশ।গ্রামের হা জরা পাড়ার দুগা'মন্ডপে আছে তুলোট কাগজে খগের কলমে লেখা ২৫০_৩০০বছরের প্রাচীন পুথি,সব গুলি চৈতন্য জীবনী।
♣♣♣♣
পারাজ
গ্রামটিতে আছে ব্বধ'মানের প্রথম বালিকা প্রাথমিক বিদ্যাল য়।চার আওলিয়ার মাজারে ওরস উপল ক্ষে মেলা বসে।
♣♣♣♣♣♣
কসবা
ক্ষেমানন্দের মনসামজ্ঞল কাব্যের প্রাচিন কসবা বা চম্পক ন গ র এই গ্রাম।আছে চান্দ স দাগ রের শিব মন্দির।বেহুলার বাসরঘর সাতালি পাহাড়।
♣♣♣♣♣♣♣
এইভাবে আমাদের প্রতি গ্রামে আছে নানা ঐতিহ্য,প রে আরো কিছু আলোচনা করা যাবে।
তথ্য সূত্র:
' গলসী কথা'_ফিরোজ আলি কাঞ্চন
বাকতা(জে এল নং১১২)
মধ্যযুগীয় প্রাচীন গ্রন্থে স্থানটির আদি নাম 'বকতক'।এখানকার বনিক সম্প্রদায়(তিলি ও তাম্বুলি)মধ্যযুগে বহিবা'ণিজ্যে যেতেন।তখনকার বনিকদের অট্টালিকা ও একাধিক মন্দিরের ধ্বংসস্তুপ আজো বত'মান, যেগুলি আনুমানিক চতু'দ্দশ_পঞ্চদশ শতাব্দীতে নিমি'ত।
♣♣♣
সারুল(জে এল ১৩৬)
"সরু আল"থেকে গ্রামের নাম হয়েছে সারুল।গ্রামের প্রাইমারী স্কুলের দক্ষিণ দিকে অবস্থিত বড় শিব মন্দিরটি টেরাকোটার জন্য বিখ্যাত।প্রায় তিনশো বছর আগে ভূস্বামী শ্রী রামদুল্ল'ভ মুখোপাধ্যায় এই মন্দিরটি তৈরী করেছিলেন।
♣♣♣♣♣♣
গোপডাল(জে এল ৬৯)
গ্রামের বেশির ভাগ অধিবাসী গোপ স ম্প্রদায়ের বলে গ্রামের নাম হ য়েছে গোপডাল।প্রধান অনুষ্ঠান ভগবতীর গাজন,এছাড়াওগ্রামে মনসা পুজা হয়,কাত্তি'ক মাসে ক্ষেপাকালীর পুজা হ য়।গ্রামের ধম'ঠাকুরের নাম বন্য রাজ রায়।
♣♣♣♣♣♣♣
বড়োমুড়ে/ছোটমুড়ে(জে এল ১৩৮)
বহু আগে এখানকার বাঘা রাজাদের রাজবাড়ি ছিল খানোতে।সেই খানো রাজবাড়ি যাবার ছিল দুটো পথ,যেটি বেশি গুরুত্বপূন' সেটি বড়োমোড়>বড়োমুড়ে,অন্যটি ছোটমোড়>ছোটমুড়ে।
♣♣♣♣♣♣♣♣
পুরশা
গ্রামটি জি টি রোডের দক্ষিণ ধারে অবস্থিত,রয়েছে গ্রামীন হাস্পাতাল।বহু আগে নাকি গ্রামটি আগুনে পুড়ে বারবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল,সেই থেকে নাম হয়েছে পুড়শা,আগে গ্রামটির নাম ছিল অভয়রাজ পুর।
♣♣♣♣♣♣♣♣♣♣
ভুড়ি(জে এল ১২৯)
ভুশূরের পুত্র ক্ষিতিশূর রাড়ি ব্রাম্ভনকে৫৬টি গ্রাম দান করলে সেই গ্রামগুলির মধ্যে ভুড়ি নামটি পাওয়া যায়।গ্রামে র য়েছে গ্রামিন হাসপাতাল।
♣♣♣♣♣♣♣♣♣♣
সাঁকো(জে এল ১৫৪)
মকুন্দ রামের চণ্ডীমজ্ঞল কাব্যে এই গ্রামের নাম আছে।ভারতে প্রথম ম হাভারতের ইংরাজী অনুবাদ যিনি প্রকাশ ক রেছিলেন সেই প্রতাপ রায় এই গ্রামের বাসীন্দা ছিলেন।এই গ্রামে আছে সূয' মূতি' "ঊষাদিত্য"।এই গ্রামে মাটির নীচে থাকে পাওয়া বিষ্ণু বাসুদেবের পাথরের মূতি'টি নবম দশম শতকের পাল যুগের ভাষ্কায্যে'র ঐতিহ্যবাহী।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
জুজুটি(জে এল ১৫৮)
দামোদর নদের বাঁধের একেবারে গায়েই অবস্থিত এই গ্রামটি অতি প্রাচীন।গ্রামে রয়েছে রাজ্য সেচ বিভাগের অফিস ও বাংলো।শিব রাত্রিতে গ্রামে ধূম করে পূজা হয়।পোষসংক্রান্তির সময় গ্রামে দণ্ডেশ্বরী র পুজা হ য়।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
কুরকুবা(জে এল ৯৭)
গ্রামের প্রধান অনুষ্ঠান কমলা নাম্নী মনসা দেবীর পুজা।এক তালা দালান মন্দিরে দেবির প্রস্তর মূতি' বিদ্যমান।প্রতি বছর শ্রাবন স ংক্রান্তিতে পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে।বহু আগে এই গ্রামে ছিল বৌদ্ধদের বাস,তার কিছু নিদশ'ন আজো আছে।এই গ্রামের মাজেদ মোল্লা আখমারা কল ও দুনি তৈরী ক রে খ্যাতি পেয়েছিলে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣
কৈতাড়া(জে এল ৭৪)
মল্লসারুল লিপিতে এই গ্রামের নাম জানাযায়। "কবিন্থবাটক"গ্রামটি আগে বিখ্যাত ছিল পিতল কেন্দ্রিক ব্যবসার জন্য।এখানকার তৈলভাণ্ড ছিল খুব বিখ্যাত।আছে কম'কার পরিবারের উচু শিখর দেউল,শিব মন্দির।এছাড়া লাহা পরিবারের রাধাকৃষন ও শ্রীধরের বিগ্রহ উল্লেখ যোগ্য।ভট্টাচায' পরিবার প্রতিষ্টিত শিবলিজ্ঞের নাম কৈবালেশের।
♣♣♣♣♣♣♣♣♣
সতীডাজ্ঞা
বহু আগে এখানে ছিল আদড়াহাটি,কৈতাড়া,মহাড়া,বেলান গ্রামের একটি মহাস্মশান।এই ডাজ্ঞার শ্মশানে এক কালে সতীদাহ হতো,তাই নাম হ য়েছে সতীডাজ্ঞা।সতীর স্মৃতি মন্দির এখনো এখানে আছে,এই স্থানেই সাধক সবে'শ্বর সাধনা করতেন।এখানে আছে গ্রামীন হাস পাতাল
♣♣♣♣♣♣♣♣♣♣
আদড়াহাটি(জে এল ৭৮)
মল্লসারুল লিপিতে গ্রামের নাম আছে "অধিঝকরক" ডঃ সুকুমার সেন এই গ্রামের নামকরন নিয়ে দুটি মত দিয়েছেন।এক গ্রামে ছিল এমন এক হাট যেহাটে দর দাম হতো না,অ_দর হাটি।দুই গ্রামটি ছিল হাটিদের বসতি সেই থেকে আদড়া হাটি।অন্য মতে আদরেশ্বর শিবের নাম থেকে গ্রামের নাম হ য়েছে আদড়াহাটি।মুখাজি' পররিবারেরশিব লিজ্ঞ আছে।আছে একটি প্রায় চারশো বছরের প্রাচীন মসজিদ।
♣♣♣♣♣♣♣♣
ইড়কোনা(জে এল ১০৩)
প্রাচীন এই গ্রামটি ছিল বৈষ্ণবীয় ভাব ধারায় পুষ্ট।প্রতি বছর মাঘ মাসে রাধাকৃষ্ণের মেলা বসে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
গোহগ্রাম(জে এল ৭৩)
মল্লসারুল লিপিতে গ্রামটির নাম গোধগ্রাম।চক্রবতী' পরিবারের দালান,রাধা দামোদরের মন্দিরের টেরাকোটা কাজ খুবই সুন্দর।
♣♣♣♣♣♣♣♣♣
উড়ো(জে এল ১৩৭)
মুগল যুগে এই স্থানটি পথিকদের বিশ্রাম স্থল রুপে ব্যবহৃত হতো বলে উড়ো চটি।আছে রায়দের জয়দুগা'র প্রস্তর মূতি',শিব মন্দির।
♣♣♣♣♣♣♣
খানো(জে এল ১৩৯)
গ্রামের ঈশান কোণে ঈশান চণ্ডীর থান,
♣♣♣♣♣♣♣♣
খেতূড়া(জে এল ১০১)
গ্রামের বাউড়ি পাড়ায় ধম'ঠাকুর ক্ষেত্রপালের থান,এর নাম থেকেই গ্রামের নাম খেতুড়া।প্রচলিত সাধক কবি কমালাকান্ত এই গ্রামে দূগা'পুজা দশ'নে এসে ছিলেন।
♣♣♣♣♣♣♣♣
চান্না
এই গ্রামে দুই বিখ্যাত ব্যক্তিত্বের বাস ছিল।সাধক কবি ক মললাকান্ত এই গ্রামে মামার বাড়িতেই থাকতেন।বিশালাক্ষি ম ন্দিরে পঞ্চমুণ্ডির আসনে সাধনা ক রতেন।আর অগ্নি যুগের ব্রম্ভা,স্বাধীন্তা সংগ্রামী,ঋষী অরবিন্দের শহযোগী যতীন্দনাথের জন্ম এই গ্রামে,যিনি পরে সন্যাস নিয়ে স্বামীনিরালম্ব নাম নেন।
♣♣♣♣♣
শিড়রাই
গ্রামটি খুবই প্রাচিন।প্রধান গ্রাম্য দেবতা শিব,সেই নাম থেকেই শিব্দে,শিড় রাই।বধ'মান জেলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ফকির চন্দ্র রায় এই গ্রামে জন্মেছিলেন।
♣♣♣♣♣♣♣
বেতালবন
বিখ্যাত"শনিবারের চিঠি"পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসের জন্ম এই গ্রামে।
♣♣♣♣
বাহির ঘন্যা
বাইরের দিকের প্রদেশ।গ্রামের হা জরা পাড়ার দুগা'মন্ডপে আছে তুলোট কাগজে খগের কলমে লেখা ২৫০_৩০০বছরের প্রাচীন পুথি,সব গুলি চৈতন্য জীবনী।
♣♣♣♣
পারাজ
গ্রামটিতে আছে ব্বধ'মানের প্রথম বালিকা প্রাথমিক বিদ্যাল য়।চার আওলিয়ার মাজারে ওরস উপল ক্ষে মেলা বসে।
♣♣♣♣♣♣
কসবা
ক্ষেমানন্দের মনসামজ্ঞল কাব্যের প্রাচিন কসবা বা চম্পক ন গ র এই গ্রাম।আছে চান্দ স দাগ রের শিব মন্দির।বেহুলার বাসরঘর সাতালি পাহাড়।
♣♣♣♣♣♣♣
এইভাবে আমাদের প্রতি গ্রামে আছে নানা ঐতিহ্য,প রে আরো কিছু আলোচনা করা যাবে।
তথ্য সূত্র:
' গলসী কথা'_ফিরোজ আলি কাঞ্চন