Friday, September 24, 2021

মানকরের ঐতিহ্য

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'স্পর্শমণি ' কবিতায় লিখেছেন-- জীবন আমার নাম মানকরে মোর ধাম জিলা বর্ধমান। রাঢ়বঙ্গের মধ্যমণি বর্ধমান জেলার এক প্রাচীন জনপদ মানকর। গবেষকদের মত অনুযায়ী বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র দীক্ষাগুরু ভক্তলাল গোস্বামীকে যে' মান ' অর্থাৎ সম্মান দিয়েছিলেন তা থেকেই মানকর নাম হয়েছে-- মান যার রাজকর সেই গ্রাম মানকর অনেকে বলেন গ্রাম্যদেবতা মানিকেশ্বর শিবের নামথেকে মানকর নাম হয়েছে। প্রাচীন এই জনপদে পাণ্ডবরা অজ্ঞতাবাসকালে কিছুদিন কাটিয়েছিলেন বলে জনশ্রুতি।এখানের পাণ্ডব ক্ষেত্রতলা নামে স্থানে রয়েছে প্রাচীন এক বটশাখাবেষ্টিত ভগ্ন মন্দির কবিরাজ বাড়ির বিশাল অট্টালিলা মানকরের ঐতিহ্যবাহী নিদর্শনগুলির মধ্যে অন্যতম। মৃণালসেন তাঁর বাইশে শ্রাবণ ছবির সুটিং এখানে করেছিলেন। এই কবিরাজবাড়ির রামানন্দ গুপ্ত,ভোলানাথ গুপ্ত প্রমুখরা ছিলেন দেশের বিখ্যাত সব কবরাজ। বিদ্যাসাগর মহাশয় স্বাস্থ্য উদ্ধারের জন্য এই কবিরাজ বাড়িতে কিছুদিন কাটিয়ে ছিলেন। মানকরে রয়েছে প্রচুর প্রাচীন শিবমন্দির।শিবের পূজারী বর্গীনেতা ভাষ্কর পণ্ডিত এখানের বাড়িতে শিবমন্দির দেখলে নাকি সেই বাড়িতে হামলা চালাতো না। মানকরের বিশ্বাসবাড়ি মন্দির দালান সাড়ে চারশো বছরেরো অধিক প্রাচীন।দীগনগর থেকে নীলমাধব বিশ্বাস এসে পুত্র কামনায় এই মন্দির প্রতিষ্ঠা করেন রংমহল প্রায় তিনশত বছরের প্রাচীন,সুন্দর এই স্থাপত্যটিও আজ কালের নিয়মে ধ্বংসের মুখে। আর মানকরের কদমা তো বিখ্যাত,সারা বাংলায় তার সুনাম। মানকর তার অতীত ইতিহাস ও লোকায়ত ঐতিহ্যের ধারায় জেলার ইতিহাসকে করে তুলেছে সমৃদ্ধ।

No comments:

Post a Comment