Friday, May 22, 2020




বর্ধমানের ভূমিপুত্র :হাসির রাজা নবদ্বীপ হালদার

                                   ফিরোজ আলী কাঞ্চন


          বাংলা সিনেমার স্বর্নযুগে বেশ কিছু কমেডিয়ান নিজস্ব যোগ্যতা ও প্রতিভায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যাঁদের অসাধারণ শারীরিক বা বাচিক হাস্যরসাভিনয় বাংলা সিনেমায় যেন এক স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছিল ; আর এই প্রথমদিকের বাংলা চলচিত্রের শ্রেষ্ঠ কমেডিয়ান রুপে যাঁর নাম সর্বাগ্রে এসেযায় তিনি নবদ্বীপ হালদার।
       
                   ১৯১১ সালে বর্ধমানের সোনাপলাসি গ্রামে নবদ্বীপ হালদারের জন্ম।গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক পাঠ শেষ করে তিনি বর্ধমান মিউনিসপাল বয়েজ স্কুলে ভর্তি হন,এই সময় থাকতেন রাধানগরের ঢল দিঘী পাড়ায়।প্রথাগত পাঠ সমাপ্ত করে কলকাতায় পাড়ি দেন।ব্যক্তি জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যেদিয়ে তাঁকে যেতে হয়েছে।চন্দন নগরে ভাড়া বাড়িতে থাকতেন।কলকাতায় নানা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেগেছেন। কিন্তু গ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হয়েউঠা নবদ্বীপ হালদারের মনের গভীরে সর্বদা যেন উকিদিত নিজের অভিনয়ের স্বপ্ন।গ্রামের যাত্রা নাটকে প্রথমে অভিনয়,ইচ্ছে করেই মুখস্তকরা সংলাপ ভুলে যেতেন, আর তাঁর সেই ভুলে যাওয়া দেখে গ্রামের লোকেরা যেন হেসে কুটোকুটি হতো।নবদ্বীপ হালদার কলকাতাতেও সফল হলেন,আপামর বাঙালী যেন তাঁর হাস্যরসের ধারায় মেতে উঠল।
                   একের পর এক চলচিত্রে নবদ্বীপ হালদার চুটিয়ে অভিনয় করলেন।দুই বেচারা,মানিকজোড়, সন্ধ্যাবেলার রুপকথা,সাড়েচুয়াত্তুর, হানাবাড়ি প্রভৃতি সিনেমা গুলিতে নবদ্বীপ হালদার প্রতিভার স্বাক্ষর রাখলেন।এছাড়াও রেডিও এবং গ্রামোফোনে রেকোর্ডিং যুগে নবদ্বীপ হালদারের হাস্যরসাত্মক শ্রুতিনাটক পাঠ ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল।নবদ্বীপ হালদারের বিখ্যাত শ্রুতিনাটক গুলি হলো -যুদ্ধ বিভ্রাট, রসোগল্লায় ইঁদূর,ইনজেকশান বিভ্রাট, হুলো বেড়াল,আদালতে গড়্গড়ি,যাত্রা বিভ্রাট,মামা ভাগ্নে,লুচি বিভ্রাট, পণ্ডিত মশাই।
              হাস্যরসের অভিনয়ে নবদ্বীপ হালদারের বিশেষ বৈশিষ্ট হলো এক অদ্ভুত ব্যতিক্রমী ভাঙা কণ্ঠ স্বরে কথা বলা,অনেকে মজা করে বলতেন,নবদ্বীপ হালদারের গলার স্বর যেন হুকো টানার ঘর ঘর শব্দের মতো,তাইতো পরবর্তীকালে অনেকে নবদ্বীপ হালদারের কমেডি।স্টাইলকে নকল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন।এহেন প্রতিভাধর অভিনেতার জন্মস্থান আজ চরম ভাবে উপেক্ষিত।সোনাপলাসি গ্রামের মাঝের পাড়ায় নবদ্বীপ হালদারের ভগ্নপ্রায় বসত বাড়ি যেন শেষ চিহ্নটুকু নিয়ে নিশ্চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে।

-------------------           --------               ------------                        --------------

No comments:

Post a Comment