Saturday, July 27, 2019

★★★★★★★★★★★★★
গলসি - নিয়ে একটি বাউল গান
★★★★★★★★★★★★★★

বাড়ি মোদের গলসি থানা
পূর্ব বর্ধমান,
এই গলসির মাটিতে ভাই
উপচে পড়ে ধান।
     গর্গেস্বর তলার গর্গেশ্বর শিব
      তার নামে গলসি
             আবার অনেকে বলেন
            শাল বনের জঙ্গলে নাকি
             আগে দেওয়া হত ফাঁসী।
আদড়া হাটির আদড়েশ্বর,
মল্লসারুলের মল্লেশ্বর,
কুরকুবার কমলাদেবী,
আরো বলবো কতোভাই নিরন্তর।
     মনসা,ভাদু,টুসু পুজো   
জয়কৃষ্ণপুরের কালীপুজো
 সাঁকোয় আছেন ঊষাদিত্য
আবার এই গ্রামের প্রতাপ রায়
প্রথম ইংরেজি মহাভারতে বিখ্যাত।

      মোদের গলসি মাটিরে ভাই
খঁটি সোনার চেয়ে খাঁটি
চান্নাতে স্বামীনীরালম্বের আশ্রম ছিল
বিপ্লবীদের ঘাঁটি।
রাসবিহারী,নিবেদিতা
 এসেছিলেন সেখানে,
অনেক গোপন বৈঠক রোজ
বসত যে গোপনে।
      আবার এই চান্নাতেই ভাই
      থাকতেন সাধক কমলাকান্ত
      শাক্ত পদে এই কবির
      গুনের নেই যে অন্ত।

     স্বাধীনতা সংগ্রামী ছিলেন
     ফকির চন্দ্র রায়,
     এই বিপ্লবীর বাড়ি ছিল
     গ্রাম  শিড়রাই।
   আরো কতো বলবো ভাই
    এই গলসির গাঁথা
   বিশ্বাস না হলে পড়েনিও
ফিরোজ আলী কাঞ্চনের
মোদের 'গলসি কথা'।

গলসির উপর খড়ি নদী,
বাঁকা দামোদর,
আবার দেখো কসবায় আছে
চাঁদ বেনের চম্পক নগর।
   

ওলি আউলিয়া পীর দরবেশ
      আছে অনেক গ্রামে
      বাবর আলী শাহ পীর,
      তিল ডাজ্ঞের বুড়োপীর,
      সিমনোড়ের দানবাবা
      সাঁঝ সিন্নিতে নিত্য সেবা,
      আজো ভক্ত শ্রদ্ধায় নত
      এই হজরতদের নামে।

বলে শেষ হবে না ভাই
মোদের গলসির সুনাম,
পাশাপাশি মোরা আছি হিন্দু -মুসলমান;
তাই সবে করোযোগে
জানাই গলসির মাটিকে প্রণাম।
★★★★★★★★★★★★★★

No comments:

Post a Comment