Friday, June 7, 2019

হজরত শাহ সুফি বুড়ো পীর


গলসি থানার বিখ্যাত মাজারের অন্যতম  মসজিদপুর গ্রামে অবস্থিত "হযরত শাহ্ সুফি বুড়ো পির বাবার" পবিত্র মাজার শরিফ ।এই মাজারটি সুপ্রাচীন কাল থেকে অবস্থিত ।
এই মাজারের অন্যতম বৈশিষ্ট্য হল মাজারের চার কোণে চারটি সুপ্রাচীন তেঁতুল গাছ আছে ।
.
প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের তৃতীয় বৃহস্পতিবার বুড়ো পীর বাবার পবিত্র ঊরস্ মোবারক অনুষ্ঠিত হয় ।এই উপলক্ষে ৩-৪ দিন ধরে কলমা পড়া ,মিলাদ ,কাওয়ালি , ফকিরি ,বাউল সঙ্গিত ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান হয় এবং প্রচুর মানুষের সমাগম হয় ।
ঊরস্ এর বৃহস্পতিবার বার দিন দুপুরে খিচুরির আয়োজন করা হয় এবং হিন্দু-মুসলিম-খ্রিস্টান বিভিন্ন জাতির প্রায় 9000-10000 লোক খায় এবং গ্রামের মহিলাদের জন্য বাড়িতে খাবারের  ছাঁদা পাঠানো হয় । এই দিন বিকাল 4 ঘটিকায়  চাদর নিয়ে প্রায় 2000-2500 লোক দুটি লাইন করে  মসজিদ তলা থেকে শুরু করে নারায়ে তকবির দিতে দিতে গোটা গ্রাম ঘুরে মাজার শরিফে হাজির হয় এবং চাদর চড়ানো হয় ।প্রতি বছর প্রায় 150-200 টা  চাদর দান করেন বিভিন্ন এলাকার মানুষ ।
.
এই বছরের ঊরস আজ 6ই জুন বৃহস্পতিবার থেকে শুরু হল । আজ বিকেলে আসরের নামাজের পর মসজিদপুর জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে মাজারে এসে 150-155 টি চাদর চড়ানো হয় এবং সন্ধ্যায় মাজার প্রাঙ্গনে ধর্মীয় মিলাদ অনুষ্ঠিত হয় এবং মিলাদ শেষে আল্লাহ্-র কাছে প্রার্থনা করা হয় যাতে গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, বালা-মুসিব্বত থেকে গ্রামের মানুষদের রক্ষা করে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারে । আগামীকাল ও পরশু 7ই জুন ও 8ই জুন ফকিরি গান এবং কাওয়ালী গান অনুষ্ঠিত হবে ।এই ঊরস্ উপলক্ষে গ্রামে বিশাল মানুষের সমারোহ হয়েছে ।

  "হযরত শাহ্ সুফি বুড়ো পির বাবার" এই মাজারটি গলসি থেকে শিকার পুর লাইনের মেন রাস্তার ধারে মসজিদপুর গ্রামে অবস্থিত ।
                           - তথ্য
   হেদায়েতুল্লাহ্ কিরণ(গ্রামের বাসিন্দা)










ছবি সংরক্ষিত

No comments:

Post a Comment